ন্যূনতম খাজনা (Minimum Rent) কাকে বলে।

ন্যূনতম খাজনা (Minimum Rent) কাকে বলে।

ন্যূনতম খাজনা (Minimum Rent) স্বত্ত্বতাড়া গ্রহীতার সম্পত্তি হতে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করার জন্য অথবা উৎপাদিত দ্রব্য বিক্রয় করার জন্য কিছু সময়ের দরকার হয়। সাধারণ উৎপাদিত পণ্য বা প্যাটেন্ট বা প্রকাশিত গ্রন্থ লাভজনক অবস্থায় আনয়ন করতে ব্যাপক প্রচার ও সময়ের প্রয়োজন।
স্বাভাবিকভাবেই স্বত্বভাড়া গ্রহণের প্রথম অবস্থায় স্বাভাবিক উৎপাদন না হওয়ার কারণে স্বত্ত্বভাড়া প্রদানকারী ভাড়া বাবদ সামান্য অর্থ পায় বা কিছুই পায় না। এ কারণে ভাড়া চুক্তিতে ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাড়া বাবদ অবশ্যই প্রতি বছর স্বত্বভাড়া প্রদানকারীকে দিতে হবে এমন শর্ত যোগ থাকে। একেই ন্যূনতম খাজনা বলা হয়।

ন্যূনতম খাজনাকে Dead Rent, Fixed Rent, Certain Rent, Annual Rent, Sleeping Rent প্রভৃতি নামেও অভিহিত করা হয়।

“আর পড়ুনঃ” ইজারা (Lease) হিসাব কাকে বলে।

About Post Author

Related posts