Bar Tack Machine বার টেক মেশিন: বার টেক মেশিন কাকে বলে? মেশিনে বসার পদ্ধতি কি?
কোন গার্মেন্টস ফ্যাক্টরীতে যে সুইং মেশিনের মাধ্যমে ১ টি নীডল ও ১ টি শাটেল ঢুকের সাহায্যে বাটনকে এটার্চ করার উদ্দেশ্যে স্টিচ সম্পন্ন করা হয় তাকে বার টেক মেশিন বলে।
ব্যবহৃত নীল: DPx5 & DP x 17
ব্যবহৃত মোটর: Servo Motor
“আর পড়ুনঃ” কম্পিউটার চালু হয়ে বন্ধ হয়ে যায়, ঠিক করার নিময়।
ব্যবহৃত বেল্ট: Gear Belt
“আর পড়ুনঃ” কম্পিউটার (Computer) কি? কম্পিউটারের কাজ, বৈশিষ্ট্য, সুবিধা এবং ব্যবহার
সুই স্পীড: 400 4000 SPM
মেশিনে ৰগার সঠিক পদ্ধতি:
* মেশিনে নীডল বরাবর মুখ রেখে সোজা হয়ে বসতে হবে
* মেশিন টেবিল থেকে বলার সিটের দূরুত্ব ঠিক করতে হবে।
** বসার সিটের দূরুত্ব এমনভাবে ঠিক করতে হবে যেন মেশিনের প্যাডেলে পা থাকে
** বসার সিট আরামদায়ক স্বাভাবিক নড়াহুড়া করার জায়গা থাকতে হবে
* শত্রু সিট চাকাযুক্ত চেয়ার ব্যবহার করা যাবে না
* বসার সিটের উচ্চতা এমন হতে হবে যাতে বাহু ও কনুই মেশিন টেবিলের উপর রাখা যায়
** উভয় পা মেশিনের প্যাডেলের উপর না রাখলে প্যারালাইসিস হতে পারে
* মেশিনের টেবিল থেকে শরীরের মুরুত্ব ২ মুষ্টি দূরে থাকনে
* হাত করণোই মেশিনের নীখশের নিচে রাখা যাবে না
মেশিন পরিচালনা:
যেশিনের অফ/অন বাটনটি থেকে অন বাটনটি চাপদিয়ে মেশিন চালু করতে হবে এবং ৩০ সেকেন্ট পর মেশিনের ট্রেডেলে পা দিয়ে মেশিন পরিচালনা করতে হবে।