দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব বলতে কী বোঝায়?

দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব বলতে কী বোঝায়?

উত্তর দুষ্প্রাপ্যতা: দুষ্প্রাপ্য হলো সীমিত পরিমাণ অর্থ বা সম্পদ, যা দ্বারা মানুষের চাহিদা অনুযায়ী সকল দ্রব্য বা সেবা উৎপাদন করা সম্ভব নয়। সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য বা সেবা পাওয়া যায়। সে জন্যই সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ হয় না। দুষ্প্রাপ্যতার কারণ এটাই। অভাব কম হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না। মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। সে জন্যই অর্থনীতির এই মৌলিক সমস্যাটির উদ্ভব ঘটে। বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এল. রবিন্স বলেন, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে।”

অসীম অভাব: মানুষের অভাব অসীম। জীবন ধারণের প্রায় প্রতিটি মুহূর্তেই তাকে কোনো না কোনো অভাবের সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণ হলে অন্য আরেকটি অভাব দেখা দেয়। যেমন— খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান। এই মৌলিক অভাবসমূহ পূরণ করার পর সে সৌখিন দ্রব্যাদির অভাব অনুভব করে। এজন্যই মানুষের অভাবের শেষ নেই।

About Post Author

Related posts