আয়ের বৃত্তাকার প্রবাহ বলতে কী বোঝায়?

আয়ের বৃত্তাকার প্রবাহ বলতে কী বোঝায়?

উত্তর: একটি সবল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি থাকে। যেমন : ভোক্তা বা পরিবার এবং উৎপাদক বা ফার্ম। এই দুই ধরনের প্রতিনিধির মধ্যে আয়-ব্যয় বিনিময় প্রবাহকে বৃত্তাকার প্রবাহ বলা হয়। বৃত্তাকার প্রবাহে (দ্বিখাত) কার্য তার প্রয়োজনীয় উৎপাদনের উপকরণসমূহ (যথা : ভূমি, শ্রম ও মূলধন) পরিবার থেকে পেয়ে থাকে। এর বিনিময়ে পরিবারের সদস্যরা ফার্ম থেকে পায় খাজনা, মজুরি ও সুদ। এই ক্ষেত্রে ফার্মের যা ব্যয়, পরিবারের তা আয়। আবার পরিবারসমূহ প্রাপ্ত আয় ফার্ম উৎপাদিত দ্রব্য কেনার জন্য ব্যয় করে। এভাবে ফার্ম ও পরিবারের আয় ও ব্যয়ের মধ্যকার প্রবাহ চলমান থাকে।

Table of Contents

About Post Author

Related posts