মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কী?

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কী?

উত্তর : যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিদ্যমান, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। অর্থাৎ এ অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগ ও ব্যক্তিগত নিয়ন্ত্রণ পাশাপাশি থাকে। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবাধে ভোগ করতে পারে ও ক্রয়-বিক্রয় করতে পারে। পাশাপাশি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। এ ব্যবস্থায় ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে। তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে অথবা প্রয়োজন অনুসারে উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। বিশ্বের অধিকাংশ দেশে বর্তমানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।

Table of Contents

About Post Author

Related posts