১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা (mohan bijoy dibosh)

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা (mohan bijoy dibosh)

16 december mohan bijoy dibosh suvecha, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাণী, মহান বিজয় দিবসের শুভেচ্ছা, মহান বিজয় দিবস ২০২১, মহান বিজয় দিবসের এসএমএস, মহান বিজয় দিবস এর ছন্দ,

লাখো শহীদের রক্তের বিনিময় পাওয়া
বাংলার স্বাধীনতা।
বিজয়ের এই দিনে বাংলার স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন।
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

“আর পড়ুনঃ” ১৬ ডিসেম্বর এর স্ট্যাটাস (16 december er status)

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান।
প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে, বজায় রাখতে বিজয়ের মান।
মোদের দেহে থাকতে রক্ত, বৃথা যাবেনা শহীদদের দান।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

“আর পড়ুনঃ” 16 ডিসেম্বর বিজয় দিবস ফেসবুকের লেখা ছবি পিকচার ফটো ওয়েলপেপার

লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশ।
আমাদের রয়েছে স্বকীয় স্বাদের ঐতিহ্য।
এই ঐতিহ্য রক্ষায় প্রাণ সর্বদাই সচেষ্ট।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা

বিজয় আমাকে পথ দেখিয়েছে, দিয়েছে বাচাঁর আশ্বাস।
আমি বিজয়ের গান গাই, আমি স্বাধীনতা কে চাই।
আমি বিজয়ের পতাকা ধরে, সারাটি পথ পাড়ি দিতে চাই।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

“আর পড়ুনঃ” ১৬ ডিসেম্বর বাংলা এস এম এস ২০২

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনটিতে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি জানা-অজানা সেসব শহীদদের। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।
আমাদের বাংলাদেশীদের জাতীয় জীবনে এক স্মরণীয় এবং তাৎপর্যময় দিন।
১৯৭১ সালের এই দিনে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ স্বাধীন হ

আজ ১৬ ই ডিসেম্বর।মহান বিজয় দিবস।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগেরবিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, জাতির অহঙ্কার,
এ বিজয়কে রাখবো সমুন্নত, এই হোক অঙ্গীকার।
একাত্তরে সাড়ে সাতকোটি বাঙালি হয়েছিল ঐক্যবদ্ধ

About Post Author

Related posts