দ্রব্যের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
উত্তর : দ্রব্যকে নানাভাবে শ্রেণিবিভক্ত করা যায়। যথা
অবাধলভ্য দ্রব্য : যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায়, তাকে অবাধলভ্য দ্রব্য বলে। যেমন- আলো, বাতাস, নদীর পানি ইত্যাদি।
অর্থনৈতিক দ্ৰব্য : যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয়, তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। যেমন- খাদ্য,বস্তু, বই প্রভৃতি।
ভোগ্যদ্রব্য : ভোগ বা ব্যবহারের মাধ্যমে যেসব দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তাদেরকে ভোগ্য দ্রব্য বলে। যেমন- গাড়ি, বন্ধ ইত্যাদি।
স্থায়ী ভোগ্যদ্রব্য : যে সমস্ত ভোগ্যদ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায়, তাকে স্থায়ী ভোগ্যদ্রব্য বলে। যেমন- ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি, জমি ইত্যাদি।
অস্থায়ী ভোগ্যদ্রব্য : যে সমস্ত ভোগ্যদ্রব্য স্বল্পকালে ভোগ করা যায়। এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায়, তাকে অস্থায়ী ভোগ্যদ্রব্য বলে।
মধ্যবর্তী দ্রব্য : যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাকে মধ্যবর্তী দ্রব্য বলে।
মূলধনী দ্রব্য : যে সমস্ত উৎপাদিত দ্রব্য, অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে, তাকে মূলধনী দ্রব্য বলে। যেমন- যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি।