দ্রব কী?

দ্ৰব্য কী?

উত্তর : সাধারণভাবে দ্রব্য হলো বস্তুগত সম্পদ। কিন্তু বাস্তবে এমন অনেক দ্রব্য আছে যেগুলো অবস্তুগত। যেমন- বাতাস, আলো ইত্যাদি অবস্তুগত হলেও অর্থনীতিতে এগুলো দ্রব্য। অতএব মানুষের অভাব মিটাবার ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে অর্থনীতিতে দ্রব্য বলা হয়। অর্থাৎ যে জিনিসের উপযোগ আছে, অর্থনীতিতে তাই দ্রব্য।

Table of Contents

About Post Author

Related posts