প্রান্তিক ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর : মানুষ কোনো দ্রব্যের শেষ একক ভোগের জন্য যে পরিমাণ ব্যয় করতে ইচ্ছুক, তাই হলো প্রান্তিক ব্যয়। মনে করি, কোনো ব্যক্তি পর পর তিনটি কলা খায়। তৃতীয় কলাটি হলো প্রান্তিক কলা। প্রান্তিক কলা খেয়ে সে যে তৃপ্তি পায় তার নাম প্রান্তিক উপযোগ। আর এই প্রান্তিক বা তৃতীয় কলাটি পেতে ব্যক্তি যে অর্থ ব্যয় করে তার নাম প্রান্তিক ব্যয়।