বাজার যোগান রেখা কীভাবে পাওয়া যায়?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে ব্যক্তিগত যোগান বলে। অন্যদিকে, কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তা একটি বাজার যোগান সূচিতে দেখানো যায়। সব বিক্রেতার ব্যক্তিগত যোগান সূচি যোগ করে বাজারে যোগান সূচি তৈরি করা যায়। এই বাজার যোগান সূচি থেকে রেখাচিত্রের মাধ্যমে বাজারে যোগান রেখা পাওয়া যায়।