ভারসাম্য দাম বলতে কী বোঝায়?

ভারসাম্য দাম বলতে বোঝায়?

উত্তর : একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের মোট চাহিদা ও মোট যোগান সমান হওয়াকেই ভারসাম্য দাম বলে।
বাজারে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষি চলে। ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে। আবার, বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রয় করতে। এরকম দর কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি কেনা-বেচা হয় যেখানে তার মোট চাহিদা ও মোট যোগান সমান হয়। এ দামই ভারসাম্য দাম।

Table of Contents

About Post Author

Related posts