চাহিদা বিধির ব্যতিক্রমের দুটি কারণ ব্যাখ্যা কর।
উত্তর : চাহিদা বিধির ব্যতিক্রমের দুটি কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো-
১) ক্রেতার আয়ের পরিবর্তন: ক্রেতার আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলে ক্রীত দ্রব্যটির দাম বাড়া সত্ত্বেও তার চাহিদা কমবে না। আবার ক্রেতার আয় অনেকখানি কমে গেলে দ্রব্যের দাম কমলেও তার চাহিদা বাড়বে না।
২) অভ্যাস ও রুচির পরিবর্তন : অভ্যাস ও রুচি পরিবর্তনের ফলে যদি একজন ভোক্তা চা এর বদলে কফি পান করা আরম্ভ করে তবে চায়ের দাম কমলেও ঐ ব্যক্তির কাছে চা এর চাহিদা বাড়বে না। অর্থাৎ চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম