মোট উপযোগ বলতে কী বুঝ?

মোট উপযোগ বলতে কী বুঝ?

উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। যেমন আম কিনতে গিয়ে ১ম আম ১০ টাকায়, ২য় আম ৮ টাকায় এবং ৩য় আম ৬. টাকায় কিনতে ভোক্তা রাজি আছে। এখানে ১০,৮ ও ৬ হচ্ছে ১ম, ২য় ও ৩য় আমের উপযোগ। সুতরাং এখানে আমের মোট উপযোগ হলো (১০+৮+৬) ২৪ টাকা।

Table of Contents

About Post Author

Related posts