চাহিদা বিধি কী? বাখ্যা কর।
উত্তর : কোনো দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয়, তা-ই চাহিদা বিধি।
চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। অর্থাৎ দাম ও চাহিদার পরিমাণের এরূপ বিপরীতমুখী সম্পর্ককে অর্থনীতিতে চাহিদা বিধি বলা হয়। আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে ক্রেতার রুচি, অভ্যাস ও পছন্দের কোনো পরিবর্তন হবে না এবং ক্রেতার আয় ও বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে ইত্যাদিকে বোঝায়।