প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায়?

প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায়, তাকে প্রান্তিক উপযোগ বলে।
মনে করি, একজন ভোক্তা ৩টি পাকা আম ভোগ করে ১২ টাকার সমান উপযোগ পায়। এখন, ৪র্থ আম ভোগ করার ফলে মোট উপযোগ বেড়ে যদি ১৪ টাকা হয় তবে সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে (১৪ টাকা – ১২ টাকা) বা ২ টাকার সমান।

Table of Contents

About Post Author

Related posts