যোগান সূচি ও যোগান রেখার মধ্যে উপস্থাপগত পার্থক্য রয়েছে।
উত্তর : যোগান সূচি ও যোগান রেখার মধ্যে উপস্থাপনাও পার্থক্য রয়েছে।
সাধারণত দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম পরিবর্তনের ফলে যোগানে এ সমমুখী পরিবর্তনকে যখন গাণিতিকভাবে সূচিতে দেখানো হয় তখন সূচিকে যোগান সূচি বলা হয়। আর যখন এ সূচিকে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন তাকে যোগান রেখা বলা হয়। উপস্থাপনের ভিন্নতার এক দিক থেকে যোগান সচি ও রেখার মধ্যে পার্থক্য রয়েছে।