চাহিদা বিধি ও যোগান বিধির মধ্যে পার্থক কী?

চাহিদা বিধি ও যোগান বিধির মধ্যে পার্থক কী?

উত্তর : চাহিদাবিধি বলতে বলতে বোঝায় অন্যান্য অবস্থা
অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। অপরদিকে, যোগান বিধি বলতে বোঝায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায়। চাহিদা বিধি অনুযায়ী দেখা যায়, দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। কিন্তু দাম ও যোগানের সম্পর্ক সমমুখী।

Related posts