চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয় কেন?
উত্তর : সাধারণভাবে দাম বাড়লে চাহিদা কমে ও দাম কমলে চাহিদা বাড়ে। চিত্রের মাধ্যমে যখন দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তখন লম্ব অক্ষে থাকে দাম ও ভূমি অক্ষে থাকে চাহিদার পরিমাণ। দাম যত কমে নিচের দিকে আসে চাহিদার পরিমাণ তত বৃদ্ধি পেয়ে ভূমি অক্ষের ডানদিকে সরতে থাকে। ফলে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী
হয়।