ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা ২০২০ – এস.এস.সি

ব্যবসায় উদ্যোগ MCQ ২০২০

ব্যবসায় উদ্যোগ MCQ ২০২০

ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা আজকের পরিক্ষা উদ্যোগ খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। উদ্যোগ নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

এস.এস.সি. পরীক্ষা-২০২০
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ২০/০২/২০২০

সেট সকল বোর্ড

সেট বোর্ড

১.কোন ধরনের অংশীদারদের দায় অমীম?
উত্তরঃ (ঘ)সাধারণ অংশীদার

২.বাস্তায় ডিম ভর্তি ভ্যান গাড়ি উল্টে যাওয়ায় ক্ষতি পূরণের জন্য কোন বিমা প্রয়োজন?
উত্তরঃ (গ) দুর্ঘটনা বিমা

৩.কোনটি পরিকল্পনা?
উত্তরঃ (খ)সুনিদিষ্ট দিক নির্দেশনা

৪.কোনটি সেবা শিল্প?
উত্তরঃ (ক) বিনোদন

৫. কোনটি ফ্রানসাইজিং পদ্ধতির ব্যবসায়?
উত্তরঃ (ক)কেনটাকি

৬.ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও অগ্রহ মাইক্রোষ্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত?
উত্তরঃ (ঘ)বাজার চহিদা

৭.বাংলাদেশে সম্ভাবনাময় আয়বর্ধক বৃহৎ শিল্প কোনটি?
উত্তরঃ (খ) আইসিটি ও আইসিটিভিত্তিক

৮.আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি
উত্তরঃ (ক) নিজের দক্ষতা

৯. এই ব্যবসায় প্রতিষ্টানটির পুঁজির যোগানদাতা কে? জানার উপায়
উত্তরঃ (ঘ) সরকার

১০. উদ্দিপকের ন্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফার ক্ষেত্রে কোনটি ঘটবে?
উত্তরঃ (ক)i ,ii

১১. জমি ক্রয় বিক্রয়ের ব্যবসায় করতেন কোন সফল উদ্যোক্তা?
উত্তরঃ (খ) জহুরুল ইসলাম

১২.বিনিময়ের মাধ্যমে হিসাবে কোন যুগে কাগজী মুদ্রার প্রচলন শুরু হয়?
উত্তরঃ (গ) মধ্যযুগ

১৩.ব্যবসায় উদ্যোগ বাধাগ্রস্থ হয়
উত্তরঃ (গ)i ,ii

১৪.ডাঃ আসপেনিয়ার প্রাইভেট ক্লিনিকের আয় কোন ধরনের কাজ?
উত্তরঃ (খ)প্রত্যক্ষ সেবা

১৫.কোন অংশীদার ব্যবসায়ে মুলধন বিনিয়োগ করে না।
উত্তরঃ (গ) নামমাত্র অংশীদার

১৬. বগুড়া নায়েব আলী একজন সফল উদ্যোগক্তা হিসাবে
উত্তরঃ (ক)আত্মকর্মসংস্থান ‍সৃষ্টিমুলক কাজের জন্য

১৭. বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনটি?
উত্তরঃ (গ)কপিরাই

১৮.কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে?
উত্তরঃ (খ)উংপাদন

১৯. বিজ্ঞাপনের মাধ্যমে কোনটি?
উত্তরঃ (গ)নিয়ন আলো

২০. শিল্পের আধুনিকায়নে কোন ধরনের সহায়তা প্রয়োজন?
উত্তরঃ (খ)সমর্থনমূলক

২১. পরিবেশ দূষণ বেড়ে যাওয়ার
উত্তরঃ (ঘ)i ,ii, iii

২২. কোন সাফল উদ্যোক্তা রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড চালু করেন?
উত্তরঃ (ঘ)আবুল কালাম আজাদ

২৩.
উত্তরঃ (খ)সামাজিক

২৪.ক্ষুদ্রও মাঝারি ‍উদ্যোগ নারী উদ্যোগক্তাদের সহজ শর্তে কোন প্রতিষ্ঠান অধিকতরর্ ঋণ সুবিধা দিচ্ছে?
উত্তরঃ (খ)বাণিজ্যিক ব্যাংক

২৫.প্রতিষ্টানিক সাফল্য কোনটির ওপর নির্ভর করে?
উত্তরঃ (গ)শিক্ষা ও অভিজ্ঞা

২৬.অবকাঠামোগত উৎপাদান কোনটি
উত্তরঃ (খ)বিদ্যুৎ

২৭. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানমূলক প্রকল্পের কাজে হলো
উত্তরঃ (গ)i ,iii

২৮.জনাব সাদেকের শিল্পটি কোন ধরনের?
উত্তরঃ (ঘ) উৎপাদনমুখী শিল্প

২৯.জনাব সাদেকের মধ্যে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পেয়েছে
উত্তরঃ (ক) গণতান্ত্রিক

৩০.জনাব সাদেক মাঝে মধ্যে যে ব্যাংক থেকে গ্র্রহণ করেণ তা হলো
উত্তরঃ (ঘ)জনতা ব্যাংক

এস.এস.সি. পরীক্ষা-২০১৯
ব্যবসায় উদ্যোগ
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১। কলারোয়া গ্রামের মানুষ কোন মাধ্যমে আম বিক্রি করে ন্যায্যমূল্য পাচ্ছে?
Ans. (ঘ) সমবায় সমিতি
২। নতুন পদ্ধতির ফলে কলারোয়া গ্রামের লোকজন-
Ans. (ঘ) i, ii ও iii
৩। বিমান কয়টি পক্ষ থাকে?
Ans. (ক) দুই
৪। ফ্রানসাইজিং ব্যবসায়ের পক্ষ হলো-
Ans. (গ) ii ও iii
৫। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান হলো-
Ans. (ক) i ও ii
৬। সহায়তার ধরন অনুযায়ী সংরক্ষণমূলক সহায়তা কোনটি?
Ans. (খ) প্রাথমিক মূলধনের যোগান দেওয়া
৭। কুটির শিল্পের সর্বোচ্চ জনবল কতজন?
Ans. (ক) দশ
৮। জনাব সাইফুল ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। জনাব সাইফুলের নেতৃত্বের ধরণ কোনটি?
Ans. (খ) স্বৈরতান্ত্রিক
৯। কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টনকে কি বলা হয়?
Ans. (খ) সংগঠিতকরণ
১০। কোনটি সমর্থনমূলক সহায়তা?
Ans. (ক) অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ
১১। মহিলা অধিদপ্তরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে-
Ans. (ক) i ও ii
১২। একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়িত্ব-
Ans. (খ) i ও iii
১৩। নৈতিকতা মানুষের কোনটির সাথে জড়িত?
Ans. (গ) বুদ্ধিমত্তার
১৪। রনি ও জনি চুক্তি অনুযায়ী ব্যবসায় শুরু করলেন। তাদের ব্যবসায়টি কোন ধরনের?
Ans. (গ) অংশীদারি
১৫। কোন কোন কৃষিপণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়?
Ans. (ক) ধান, ফলমূল, সবজি
১৬। কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব হয়?
Ans.(গ) মুক্ত
১৭। জনাব শেখ বশির উদ্দীন কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেছেন?
Ans. (ঘ) প্রশিক্ষণ প্রদান
১৮। জনাব শেখ বশির উদ্দনি এর জন্য ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে-
Ans. (ঘ) i, ii ও iii
১৯। আত্মকর্মসংস্থানের জন্য কর্মীর সবচেয়ে বড় মূলধন কী?
Ans. (গ) নিজের দক্ষতা
২০। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়-
Ans. (গ) ii ও iii
২১। উদ্দীপকের ইয়াছিনরা কোন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন?
Ans. (ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
২২। ইয়াছিনদের কার্যক্রমের ফলে-
Ans. (ঘ) i, ii ও iii
২৩। কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
Ans. (খ) শেয়ার
২৪। কী অনুযায়ী মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
Ans. (ঘ) চুক্তি
২৫। বি এস টি আই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
Ans. (খ) শিল্প
২৬। কোন শিল্পটির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়?
Ans. (খ) পর্যটন
২৭। কোন কাজটি বিপণন কার্যাবলির বহির্ভূত?
Ans. (ক) শিল্পজাত পণ্য উৎপাদন করা
২৮। কোন উদ্যোক্তা দেশের সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করে?
Ans. (খ) জহুরুল ইসলাম
২৯। ব্যবসায় হলো-
Ans. (ক) i ও ii
৩০। সফল উদ্যোক্তা কিভাবে সিদ্ধান্ত নেন?
Ans.(খ) বিচার-বিশ্লেষণের মাধ্যমে

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
ব্যবসায় উদ্যোগ
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ সহায়তা নিতে হলে কোন ব্যাংকে যেতে হবে?
উত্তর: (গ) সোনালী
২. কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত?
উত্তর: (খ) সুতা হতে কাপড় তৈরি
৩. অপরিকল্পিত শিল্প স্থাপনের ফলে-
উত্তর: (ঘ) মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিশুদ্ধ পানির সংকট ঘটে, উপকারী প্রাণী বিলুপ্ত হয়
৪. বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
উত্তর: (ঘ) ৫০
৫. পূর্বজ্ঞান ছাড়াই মি. রায়হান ‘রায়হান ফার্মেসী’ স্থাপন করলেন এবং লোকসানের সম্মুখীন হলেন। রায়হান ফার্মেসীর লোকসানের মূল কারণ কোনটি?
উত্তর: (গ) অভিজ্ঞতা ও শিক্ষার অভাব
৬. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল?
উত্তর: (ক) একমালিকানা
৭. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে?
উত্তর: (খ) ৩
৮. মিতু কম্পিউটা সহজে হিসাব নিকাশের একটি সফটওয়্যার তৈরি করল। মিতু কম্পিউটার কোনটির মাধ্যমে তার সফটওয়্যারটি সংরক্ষণ করবে?
উত্তর: (গ) কপিরাইট
৯. ব্যবসায়ে অন্তর্ভুক্ত কাজ কোনটি?ব্যবসায় উদ্যোগ MCQ ২০২০
উত্তর: (ঘ) বৈধতার সাথে মুনাফা অর্জনে পরিচালিত কাজ
১০. কোনটি শিল্পোদ্যোগ?
উত্তর: (ঘ) সাবান প্রস্তুত প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ
১১. ব্যবসায়ে সাফল্য লাভে অন্যতম পূর্বশর্ত কোনটি?
উত্তর: (গ) সঠিক পণ্য নির্বাচন
১২. অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত?
উত্তর: (খ) ১৯৩২
১৩. কোনটি পণ্য প্রতীকের বহির্ভুত?
উত্তর: (ঘ) মোড়ক
১৪. পরিবহন পণ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর: (খ) স্থানগত
১৫. উদ্দীপকের ‘সাধনা’ সংগঠনটির নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান প্রয়োজন হবে?
উত্তর: (ক) ৫০
১৬. উদ্দীপকের সাধনা প্রতিষ্ঠানটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার মূল কারণ-
উত্তর: (ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনার প্রয়োগ, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব, সকলের সমমর্যাদার অধিকারী
১৭. বিপণনের অন্যতম কাজ কোনটি?
উত্তর: (ক) ক্রয়
১৮. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য?
উত্তর: (ক) ৭
১৯. ২০১০ সালের শিল্পনীতিতে চট্টগ্রাম বিভাগে উন্নত জেলা কোনটি?
উত্তর: (গ) ফেনী
২০. সোনালী ফার্নিচার্সটিকে কোন প্রকারের শিল্প বলা হয়?
উত্তর: (গ) উৎপাদনমূলক মাঝারিব্যবসায় উদ্যোগ MCQ ২০২০
২১. সোনালী কর্মচারীর উৎসাহিত হওয়ার কারণ-
উত্তর: (ঘ) উপযুক্ত নির্দেশনা দান, সঠিক সমন্বয় সাধন সময়মত প্রেষণা দান
২২. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন?
উত্তর: (ক) প্রশিক্ষণ
২৩. কোনটি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্ভুক্ত?
উত্তর: (ঘ) বন্ধ প্রতিষ্ঠান পুনঃচালুকরণে সাহায্য পাওয়া
২৪. মাইক্রোস্ক্রিনিং এর উপাদান হলো-
উত্তর: (গ) বেকার সমস্যা সমাধানের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ
২৫. কোনটি শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার বহির্ভুত?
উত্তর: (গ) সঠিক মূল্যে, সঠিক পণ্য পাওয়ার ব্যবস্থা করা
২৬. কি কারণে একজন উদ্যোক্ত অবষ্টি লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হতে পারে?
উত্তর: (ঘ) নিজের প্রতি অত্যধিক বিশ্বাস
২৭. আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কোনটি?
উত্তর: (গ) প্রশিক্ষণ ও ঋণ প্রদান
২৮. মি. জাকির প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন। এটি কিরূপ নেতৃত্ব?
উত্তর: (ক) গণতান্ত্রিক
২৯. জনাব শাহজাহানের ফটোগ্রাফী নিবন্ধন কিসের অন্তর্গত?
উত্তর: (ক) কপিরাইটব্যবসায় উদ্যোগ MCQ ২০২০
৩০. জনাব শাহ আলমের ব্যবসায় পরিচালনায় সহায়তাকারী প্রতিষ্ঠানের ভূমিকা-
উত্তর: (ক) আর্থিক সাহায্য দান, ক্ষতিপূরণের ব্যবস্থা করা

২০২০ সালের SSC হিসাব বিজ্ঞান এর নৈবিত্তিক উত্তর পত্র,সকল বোর্ড 2020 হিসাব বিজ্ঞান,2020 সালের হিসাব বিজ্ঞান MCQ উত্তর মালা,হিসাব বিজ্ঞান এসএসসি বহুনির্বাচনি সমাধান ২০২০,2020 হিসাব বিজ্ঞান প্রশ্নের সমাধান,

About Post Author

Related posts