উৎপাদন ও উপকরণ বলতে কী বোঝায়?
উত্তর: উৎপাদন : সাধারণভাবে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। কেননা, মানুষ কোনো বস্তু সৃষ্টি করতে পারে না। সব কিছুই প্রকৃতি প্রদত্ত। প্রকৃতির এসব উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। যেমন-রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য। রুটির উপাদান হলো ক্ষুধা নিবারণের ক্ষমতা। প্রকৃতি প্রদত্ত গম বা চাউলকে রুটিতে রূপান্তরিত করে এর ক্ষুধা নিবারণের ক্ষমতা সৃষ্টি করা হয়েছে। আর এভাবে কোনো প্রকৃতি প্রদত্ত দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়।
উপকরণ : কোনো দ্রব্য উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্মের প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়। প্রকৃতির কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকে উৎপাদন বলা হয়। আর এ জন্য অনেক দ্রব্য বা সেবাকর্মের প্রয়োজন হয়। যেমন-কৃষকের ধান উৎপাদনের জন্য জমি, বীজ, সার, পানি, শ্রমিক ইত্যাদি প্রয়োজন হয়। আবার শিল্পদ্রব্য জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, শ্রমিক ইত্যাদির দরকার হয়। এগুলো সবই উৎপাদনের উপকরণ। সুতরাং উৎপাদনের উপকরণ বলতে প্রকৃতি প্রদত্ত কোনো প্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়।