সংগঠকের ধারণা দাও।

সংগঠকের ধারণা দাও।

উত্তর : উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলা হয়। আর যিনি বা যারা সংগঠন পরিচালনা করেন তাকে বা তাদের সংগঠক বলা হয়। অন্যভাবে বলা যায় যিনি. কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন তাকে সংগঠক বলে। বর্তমান বিশ্বে দক্ষ সংগঠক ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রায়ই অসম্ভব। সংগঠক উৎপাদনের কর্মকাণ্ডের বিভিন্ন দায়িত্ব দক্ষতা অনুযায়ী কর্মীদের মাঝে ভাগ করে দেন এবং তা তদারকি করেন।

Table of Contents

About Post Author

Related posts