জাপানে মূলধনের গুরুত্ব বেশি কেন?
উত্তর : জাপান শিল্পপ্রধান দেশ হওয়ায় এখানে মূলধনের
গুরুত্ব বেশি।
সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এ চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব এক রকম নয়। অবস্থাভেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। জাপান উন্নত শিল্পপ্রধান রাষ্ট্র হওয়াতে সেখানে ভূমি ও শ্রমের চেয়ে মূলধনের গুরুত্ব অনেক বেশি।