ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করো।

তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

ফসলের নামঃ ফুলঃ গোলাপ, গাঁদা, জবা, বেলি, রজনীগন্ধা

অর্থনৈতিক গুরুত্বঃ ১. দেশ-বিদেশে ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
২. নিজ এলাকাতে ফুলের নার্সারি করে তা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

ফসলের নামঃ ফলঃ আমা, কলা, পেয়রা, ডালিম, কমলা।

অর্থনৈতিক গুরুত্বঃ ১. ফলের চাহিদা অনেক তাই ফল চাষের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করা সম্ভব।
২. আজকাল বাণিজ্যিকভাবে ফলের চাষ করা হয় এতে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে

ফসলের নামঃ শাকসবজিঃ শিম, গোলাআলু, টমেটো, লাউ, পালংশাক

অর্থনৈতিক গুরুত্বঃ১.শাকসবজি চাষের মাধ্যমে তা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়।
২. তাছাড়া পরিবারের পুষ্টি র চাহিদা মেটানো যায়।

ফসলের নামঃ মসলাঃ মরিচ, পেয়াজ, আদা, রসুন, ধনিয়া

অর্থনৈতিক গুরুত্বঃ ১. এলাকাভিত্তিকভাবে মসলা জাতীয় ফসল চাষ করে স্বল্প সময়ে অধিক মুনাফা লাভ করা যায়।

২. নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়।

About Post Author

Related posts