ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কী?
উত্তর : কোনো উৎপাদন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট হারে উপকরণ ব্যয় বাড়ানো হলে মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে তাহলে উৎপাদন বৃদ্ধির ঐ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। একপর্যায়ে উপকরণটি বাড়ালে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।