সংগঠনকে সমন্বয়কারী বলা হয় কেন?

সংগঠনকে সমন্বয়কারী বলা হয় কেন?

উত্তর : সংগঠন উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে সমন্বয় ঘটায়, এ জন্য সংগঠনকে সমন্বয়কারী বলা হয়।
সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই সংগঠকের বিভিন্ন কাজ, যেমন- কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যকার সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত।

Table of Contents

About Post Author

Related posts