প্রকাশ্য ব্যয় বলতে কী বোঝায়?

প্রকাশ্য ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর : কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রদমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। যেমন- উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে। কর্মরত মানুষের বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য, ক্রয়ের জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয়, যেমন বাড়িভাড়া, মূলধনের সুদ ইত্যাদি।

Table of Contents

About Post Author

Related posts