বাংলাদেশে ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি কেন?

বাংলাদেশে ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি কেন?

উত্তর : বাংলাদেশ কৃষিপ্রধান দেশ বলে ভূমি ও শ্রমের গুরুত্ব অনেক বেশি।
সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এ চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব এক রকম নয়। অবস্থাভেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম। প্রয়োজন হয়। মূলত বাংলাদেশ কৃষিপ্রধান ও জনবহুল দেশ বলে এ দেশে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি।

Table of Contents

About Post Author

Related posts