প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয় কেন?
উত্তর : এক একক উৎপাদনের উপকরণের (অর্থাৎ শ্রম বা মূলধন) পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমে। কারণ, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। এ কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হয়। কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করতে থাকলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করায় প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে বা শ্রম বাড়লেও ভূমি স্থির থাকে। ফলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে।