দ্রব্যের একক সমজাতীয় বলতে কী বোঝায়?
উত্তর: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিবেচিত পণ্য সমজাতীয় বা একই গুণসম্পন্ন হয়। পরিমাণগত ও গুণগত দিক থেকে পণ্যের একটি একক অন্য একক থেকে পৃথক করা যায় না। যেসব দ্রব্যের এককগুলো গঠন ও গুণগত দিক থেকে একই অথচ পৃথকীকরণ করা যায় তাদেরকে সমজাতীয় দ্রব্য বলে। যেমন- কলম, চাল, শার্ট, প্যান্ট ইত্যাদি।