অলিগোপলি বাজার বলতে কী বোঝ?

অলিগোপলি বাজার বলতে কী বোঝ?

উত্তর : গ্রিক শব্দ Oligos এবং ল্যাটিন শব্দ Polis থেকে Oligopoloy শব্দটি পাওয়া যায়, যার অর্থ কতিপয় বা মুষ্টিমেয় বিক্রেতা। বিশেষ অর্থে অলিগোপলিকে কতিপয় বিক্রেতার বাজার বলা হয়। অলিগোপলি বলতে ঐ ধরনের বাজারব্যবস্থাকে বোঝায়, যে বাজারে সীমিত সংখ্যক বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা সমজাতীয় বা সামান্য পৃথকীকৃত দ্রব্যের লেনদেনে লিপ্ত হয় তাই অলিগোপলি।

Table of Contents

About Post Author

Related posts