মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

মোট দেশজ উৎপাদনের ধারণা দাও।

উত্তর: মোট দেশজ উৎপাদন-এর ইংরেজি প্রতিশব্দ হলো ‘Gross Domestic Product’ । একে সংক্ষেপে GDP বলে। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
মনে করি, বাংলাদেশের অভ্যন্তরে বছরে তিনটি দ্রব্য উৎপাদিত হয়। যথা—১০০ কুইন্টাল ধান, ১০০০টি জামা এবং ১০০০ কলম। জিডিপি= ১০০ কুইন্টাল ধান × ধানের বাজার মূল্য + ১০০০ জামা × জামার বাজার মূল্য + ১০০০ কলম × কলমের বাজার মূল্য।

Table of Contents

About Post Author

Related posts