বাজার ব্যবস্থায় তিনটি মৌলিক বিষয় কী কী?

বাজার ব্যবস্থায় তিনটি মৌলিক বিষয় কী কী?

উত্তর : বাজার ধারণার তিনটি মৌলিক বিষয় হলো- চাহিদা,যোগান ও সময়। আগে অনেক অর্থনীতিবিদের মাঝে এ ধারণাটি বদ্ধমূল ছিল। দ্রব্যের মূল্য নির্ধারণের ব্যাপারে শুধু দ্রব্যের চাহিদা – জানলেই যথেষ্ট, তার যোগান জানার কোনো প্রয়োজন নেই। চাহিদা ও যোগানের গুরুত্বের সাথে সময়ের গুরুত্ব অনুধাবন করে অধ্যাপক মার্শাল সর্বপ্রথম বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন। তিনি সর্বপ্রথম ও দুই পরস্পরবিরোধী মতবাদের মধ্যে এক সার্থক সমন্বয় ঘটিয়ে বলেন যে, দ্রব্যের মূল্য নির্ধারণের ব্যাপারে চাহিদা এবং যোগান উভয়ই সমান গুরুত্বপূর্ণ। দাম নির্ধারণে চাহিদা ও যোগান উভয়ই সমান গুরুত্বপূর্ণ হলেও সময়ের তারতম্যের কারণে দামের উপর তাদের প্রভাবের তারতম্য ঘটে। সুতরাং বাজারের ধারণার চাহিদা, যোগান ও সময় এ তিনটি মৌলিক বিষয় কাজ করে।

Table of Contents

About Post Author

Related posts