স্থানভেদে বাজার কয় ধরনের হয় এবং কী কী?
উত্তর : স্থানভেদে বাজার তিন ধরনের হয়। যথা— স্থানীয় বাজার, জাতীয় বাজার ও আন্তর্জাতিক বাজার।
স্থানীয় বাজার : যদি একটি পণ্য বিশেষ একটি এলাকায় ক্রয় বিক্রয় হয় তবে এরূপ বাজারকে স্থানীয় বাজার বলে। যেমন : মাছের বাজার, দুধের বাজার ইত্যাদি।
জাতীয় বাজার : যদি কোনো পণ্য সারা দেশব্যাপী ক্রয়-বিক্রয় হয়, তবে এরূপ বাজারকে জাতীয় বাজার বলে। যেমন : আসবাবপত্র সামগ্রী, খেলার সরঞ্জাম ইত্যাদি।
আন্তর্জাতিক বাজার:যদি কোনো পণ্যের ক্রয়-বিক্রয় শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে পৃথিবীর বিভিন্ন দেশে ক্রয়-বিক্রয় হয় সে সকল পণ্যের আন্তর্জাতিক বাজারকে বাজার বলে।যেমন:বাংলাদেশের পাট,স্বণের বাজার ইত্যাদি।