আয় পদ্ধতিতে কীভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়।

আয় পদ্ধতিতে কীভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়।

উত্তর : আয় পদ্ধতি অনুযায়ী সাধারণত এক আর্থিক বছরে দেশের উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদনসমূহের পারিতোষিক বা আয় যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায়। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপাদান হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এবং এদের প্রাপ্ত আয় হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। সুতরাং, আয় পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে জাতীয় আয় হিসেবে গণ্য করা হয়।

Table of Contents

About Post Author

Related posts