জাতীয় আয় গণনায় মূল্যহীন দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত করা যায় না কেন?
উত্তর : অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা রয়েছে যেগুলো ব্যবহারের মাধ্যমে বেচা-কেনা হয় না। যেমন- মা কর্তৃক সন্তান লালন-পালন, স্ত্রী কর্তৃক স্বামীকে সেবা প্রদান, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, গায়ক কর্তৃক বন্ধুদের গান শোনানো ইত্যাদি। এসব পণ্য বা সেবাকে কখনো কোনো মূল্য দ্বারা পরিমাপ করা যায় না। তাই জাতীয় আয় গণনায় মূল্যহীন দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত করা যায় না।