জাতীয় আয় গণনায় লাভ-ক্ষতির প্রভাব শূন্য হয় কেন?

জাতীয় আয় গণনায় লাভ-ক্ষতির প্রভাব শূন্য হয় কেন?

উত্তর : সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদনী প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। এ লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না।
সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তন হলে লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তা ছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজ-কলমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয়। যে প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয় অন্য প্রতিষ্ঠানের এ সমপরিমাণ ক্ষতি হয়। ফলে জাতীয় আয় গণনায় লাভ-ক্ষতির প্রভাব শূন্য হয়।

Table of Contents

About Post Author

Related posts