জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর : জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহের মধ্যে ব্যয় পদ্ধতি অন্যতম। এ পদ্ধতিতে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব, ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি (= রপ্তানি – আমদানি) = মোট দেশজ উৎপাদন।