নিট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়

নিট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়?

উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় (CCA বা Depreciation) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। এ ক্ষেত্রে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয়, তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বুঝায়।

Table of Contents

About Post Author

Related posts