সরকারি ঋণের সুদ GDP থেকে বাদ দেওয়া হয় কেন?
উত্তর : সরকারি ঋণের সুদ মোট দেশজ উৎপাদন বা GDP (Gross Domestic Product) থেকে বাদ দেওয়া হয়। সরকার তার ঋণের বিপরীতে যে সুদ দিয়ে থাকেন তা GDP এর অন্তর্ভুক্ত নয়। যেমন- যুদ্ধকালীন সরকার যে ঋণ করে জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা থাকে না। এ ঋণের বিপরীতে সুদ হস্তান্তর পাওনা হিসেবে বিবেচিত। এমনি সকল ক্ষেত্রেই সরকারি ঋণের জাতীয় উৎপাদনে কোনো অবদান থাকে না বলে তা GDP থেকে বাদ দেওয়া হয়।