মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
উত্তর : মোট দেশজ উৎপাদন বলতে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয়, তার বাজার মূল্যের সমষ্টিকে বোঝায়।
মোট দেশজ উৎপাদনকে GDP বা Gross Domestic Product বলা হয়। উদাহরণস্বরূপ ২ খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে বছরে তিনটি দ্রব্য উৎপাদন করা হলে ১০০ কুইন্টাল ধান, ১০০০টি জামা এবং ১০০০ টি কলম উৎপাদিত হয়। এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন হবে ১০০ কুইন্টাল ধান × ধানের বাজার মূল্য + ১০০০ জামা × জামার বাজার মূল্য + ১০০০ কলম × কলমের বাজার মূল্য।