অর্থনীতিতে শিল্পখাত বলতে কী বোঝায়?
উত্তর : প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানাভিত্তিক প্রণালির মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করাকে শিল্প বলে।
প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল ও অন্যান্য খনিজ সম্পদ খনন শিল্পের অন্তর্ভুক্ত। আবার ম্যানুফ্যাকচারিং এর আওতাভুক্ত হলো বস্তু শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কাগজ শিল্প, চামড়া শিল্প, সিগারেট শিল্প, হোসিয়ারী শিল্প, সাবান শিল্প, কাঁসা শিল্প প্রভৃতি। এছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি, সেতু নির্মাণ, নতুন রাস্তাঘাট নির্মাণ, আবাসিক ও বাণিজ্যিক ঘর-বাড়ি নির্মাণ প্রভৃতিও শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ শিল্পের অন্তর্ভুক্ত খনিজ ও খনন; ম্যানুফ্যাকচারিং; বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ খাতগুলোর সমন্বয়কে অর্থনীতিতে শিল্পখাত বলা হয়।