বাংলাদেশের শিল্পে কৃষির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর : বাংলাদেশের বেশিরভাগ শিল্প কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের শিল্পসমূহের কাঁচামাল আসে কৃষি থেকেই। যেমন- বস্ত্রশিল্প, চিনি শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প ইত্যাদি। শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেয় কৃষি। বস্ত্র শিল্পের জন্য তুলা-পাট প্রয়োজন, কাগজ শিল্পের জন্য বাঁশ প্রয়োজন। সুতরাং দেখা যাচ্ছে, কৃষি ছাড়া এ শিল্প প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করা সম্ভব নয়। কারণ, যেকোনো পণ্য উৎপাদনের জন্য যেসব কাঁচামাল প্রয়োজন তার অধিকাংশ কৃষিই সরবরাহ করে থাকে। তাই বেশিরভাগ শিল্প কৃষির উপর নির্ভরশীল।