ব্যাংককে ঋণের কারবারি বলা হয় কেন?

ব্যাংককে ঋণের কারবারি বলা হয় কেন?

উত্তর: মানুষের সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে তা ঋণ হিসেবে বিতরণ করাই ব্যাংকের প্রধান উদ্দেশ্য, তাই ব্যাংককে ঋণের কারবারি বলা হয়।
ব্যাংক হলো অর্থ ও ঋণের ব্যবসায়ে নিয়োজিত একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক জনসাধারণের কাছ থেকে গৃহীত আমানতের ওপর স্বল্প হারে সুদ প্রদান করে এবং প্রদত্ত ঋণের উপর চড়া হারে সুদ ধার্য করে। এ দু’সুদের হারের পার্থক্য ব্যাংকের মুনাফা, যার উপর ভিত্তি করে ব্যাংক ব্যবসা টিকে থাকে এজন্যে ব্যাংককে ঋণের কারবারি বলা হয়।

Table of Contents

About Post Author

Related posts