স্থায়ী আমানত বলতে কী বোঝায়?
উত্তর : যে আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত তোলা হয় না, তাকে স্থায়ী আমানত বলে।
স্থায়ী আমানত বিভিন্ন মেয়াদের জন্য করা যায়। যেমন: ৩ মাস, ৬ মাস, ১ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ ‘বছর ইত্যাদি। ব্যাংক এ ধরনের আমানতের উপর মেয়াদের ভিত্তিতে বিভিন্ন হারে সুদ প্রদান করে থাকে। এ আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগে তোলা যায় না। এক্ষেত্রে কিছু বিধিবিধান থাকে।