দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধা ব্যাখ্যা কর?

দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধা ব্যাখ্যা কর?

উত্তর :দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধা হলো বিনিময়কারী ব্যক্তিদের অভাবের অমিল।
একসময় দ্রব্য বিনিময় প্রথার ব্যাপক প্রচলন থাকলেও বিনিময়কারী ব্যক্তিদের অভাবের তারতম্যের কারণে তাদের চাহিদা পূরণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। যেমন-একজন তাঁতি তার তৈরি কাপড়ের বিনিময়ে ধান পেতে চায়। কিন্তু ধান চাষির কাপড়ের প্রয়োজন নেই। এমতাবস্থায় কাপড় ও ধানের মধ্যে বিনিময় সম্ভব নয়। সেক্ষেত্রে তাঁতিকে এমন একজন লোক খুঁজতে হবে যে ধানের বিনিময়ে কাপড় পেতে চায়। যা অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার।

Table of Contents

About Post Author

Related posts