অ-উন্নয়ন বাজেট বলতে কী বোঝায়?

অ-উন্নয়ন বাজেট বলতে কী বোঝায়?

উত্তর : বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সাথে সম্পৃক্ত নয়, তাকে অ—উন্নয়ন বাজেট বলে।
অ-উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো দেশ রক্ষা ও দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা। অর্থনৈতিক পরিকল্পনার বিষয় এ বাজেটে উল্লেখ থাকে না। এ বাজেটের আয় সংগৃহীত হয় মূলত কর ও কর বহির্ভূত রাজস্ব থেকে। এ বাজেটের ব্যয়ের খাতসমূহ হলো- শিক্ষা ও প্রযুক্তি, জনপ্রশাসন, প্রতিরক্ষা, পরিবহন ও যোগাযোগ, সামাজিক নিরাপত্তা ইত্যাদি।

Table of Contents

About Post Author

Related posts