বাজেটকে সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশক্তি বলা হয় কেন?
উত্তর: আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবের কারণে বাজেটকে সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশক্তি বলা হয়।
নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় হবে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় হবে তার সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলে। বাজেটের মাধ্যমেই সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে এবং দেশের অর্থনীতির চিত্র ফুটে ওঠে। বাজেটে কেবল সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব থাকে না, বরং আয়-ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত থাকে। তাই বাজেটকে সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশতি বলা হয়।