অস্পর্শনীয় সম্পত্তি (Intangible Assets)

অস্পর্শনীয় সম্পত্তি (Intangible Assets)

যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, চোখে দেখা যায় না, স্পর্শ করা বা ছোঁয়া যায় না, অথচ সম্পত্তি হিসাবে প্রদর্শন করতে হয় এ ধরনের সম্পত্তিকে অস্পর্শনীয় সম্পত্তি বলে। এ ধরনের সম্পত্তি থেকে ব্যবসায় সুযোগ সুবিধা ও সেবা পায়। কয়েকটি অস্পর্শনীয় সম্পত্তি নিচে প্রদত্ত হলো:

১. সুনাম,
২. মুদ্রণ স্বত্ব ,
৩. পেটেন্ট স্বতু,
৪, ব্যবসায়িক চিহ্ন ও
৫, ব্যবসায়িক নাম।

আরও পড়ুনঃ অব ব্যালেন্স শীট উপকরণ (Off Balance Sheet item)

About Post Author

Related posts