অংশীদারী ব্যবসায়ের উপাদান বা বৈশিষ্ট্য কী কী?

অংশীদারী ব্যবসায়ের উপাদান বা বৈশিষ্ট্য কী কী? (What are the features of elements of partnership business?) AIBB

একাধিক ব্যক্তি সম্মিলিত মূলধন, দক্ষতা ও অভিজ্ঞতার সংমিশ্রণে অংশীদারি ব্যবসায় গঠিত হওয়ায় এটি কতিপয় বৈশিষ্ট্যের অধিকারী।
অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো:

১. চুক্তিবদ্ধ সম্পর্ক (Contractual relation): চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি হয়।
চুক্তি ছাড়া দুই বা ভতোধিক ব্যক্তি মিলিত হলে তা অংশীদারি ব্যবসায় বলে গণ্য হয় না। অংশীদারি চুক্তি মৌখিক ও লিখিত উভয়ই হতে পারে।
চুক্তিবদ্ধ সম্পর্কই অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য।

২. সদস্য সংখ্যা (Number of members) : এ ব্যবসায়ের সদস্য সংখ্যা দু’য়ের অধিক হতে হবে।
ব্যাংক ব্যবসার ক্ষেত্রে সদস্য ২ থেকে ১০ জন ও অন্যান্য অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ২ থেকে ২০ জনের মধ্যে থাকতে হবে।

৩. সদস্যগণের যোগ্যতা (Fitness of members) : সকল ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারে না। সাধারণত নাবালক, পাগল ও দেউলিয়া ঘোষিত ব্যক্তি ছাড়া সকল প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষ অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারে।

৫. অসীম দায় (Unlimited liability) : অংশীদারদের দায়-দায়িত্ব অসীম। ব্যবসায়ের কোন ঋণ বা দায়ের জন্য সদস্যরা এককভাবে ও যৌথভাবে দায়ী থাকে। ব্যবসায়ের সম্পত্তি হতে দায় পরিশোধিত না হলে সদস্যদের ব্যক্তিগত সম্পত্তি হতে তা পরিশোধ করতে হবে।

অংশীদারী ব্যবসায়ের উপাদান বা বৈশিষ্ট্য

৮. মুনাফা বণ্টন (Distribution of profit) : অংশীদারি ব্যবসায়ের মুনাফা কিভাবে বণ্টিত হবে তা অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে।
চুক্তিপত্রে এ সংক্রান্ত কোন কিছু উল্লেখ না থাকলে সকল অংশীদার সমানভাবে মুনাফা পাবে।

৯. পারস্পরিক বিশ্বাস ও আস্থা (Mutual trust and confidence) : ব্যবসায়ের সকল সদস্যের ভিতর চরম বিশ্বাস ও আস্থা থাকতে হবে, অন্যথায় অংশীদারি ব্যবসায় ভেঙ্গে যায়। ব্যবসায়ের উন্নতির জন্য কোন অংশীদার কাজ করতে গিয়ে ব্যবসায়ের কোনরূপ ক্ষতি হলে সকল অংশীদার সে ক্ষতি মেনে নিতে বাধ্য থাকে

১০. সত্তা (Entity) : অংশীদারি ব্যবসায়ের পৃথক কোন আইনগত সত্তা নেই।
অংশীদারগণের সত্তাই এর সত্তা বলে গণ্য হয়।
তাই পাওনাদারগণ পাওনা আদায়ের জন্য ব্যবসায়ের বিরুদ্ধে মামলা না করে অংশীদারদের বিরুদ্ধে মামলা করে।

১১. স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান (Voluntary organisation) : অংশীদারি ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা গঠিত একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান।
সদস্যরা স্বেচ্ছায় মিলিত হয়ে এ ব্যবসায় গঠন করে।

About Post Author

Related posts