সমচ্ছেদ রেখাচিত্র/সমচ্ছেদ চাৰ্ট (Break-even Chart)
ব্যয় পরিমাণ মুনাফার বিশ্লেষণ ও প্রদর্শনের জন্য যে রেখাচিত্র ব্যবহার করা হয়, তাকে সমচ্ছেদ রেখাচিত্র বলে। Harmanson, Edwards & Salmansone, “Break-even chart is a graphic presentation of the relationship between cost volume and profits which also shown he break-even point.” বিভিন্ন কার্যমাত্রায় বিক্রয়, পরিবর্তনশীল ব্যায়, স্থায়ী ব্যয় ও মুনাফার পরিমাণ কিরূপ হবে, সমছেদ রেখাচিত্র তা অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শন করে। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কোন চলকের পরিবর্তন অন্যান্য চলকগুলোর উপর বিরূপ প্রভাব বিস্তার করে তাও এ রেখাচিত্র সুন্দরভাবে পরিমাপ ও প্রদর্শন করে। এ চিত্রের মাধ্যমে সমচ্ছেদ বিন্দুটিকে সুস্পষ্টভাবে প্রদর্শন করা যায় বলে একে সমচ্ছেদ রেখাচিত্র বলা হয়।
Break-even Chart
The diagram used to analyze and display the amount of profit spent is called intersection diagram. Harmanson, Edwards & Salmansone, “Break-even chart is a graphic presentation of the relationship between cost volume and profits which also shows he break-even point.”What the sales, variable costs, fixed costs, and profit margins will look like at different levels of work, the intersecting diagram shows very nicely. Expenditure Quantity Profit Analysis This diagram also nicely measures and displays which variable changes adversely affect other variables. This diagram is called intersection diagram because it can clearly show the point of intersection.